• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ঝরল অন্তঃসত্ত্বাসহ ৩ প্রাণ


রংপুর প্রতিনিধি এপ্রিল ২৬, ২০১৮, ০৫:২২ পিএম
ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ঝরল অন্তঃসত্ত্বাসহ ৩ প্রাণ

প্রতীকী ছবি

রংপুর: ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঝরে গেল অন্তঃসত্ত্বাসহ ৩ প্রাণ। এতে আহত হয়েছে আরো তিনজন। এদের মধ্যে অ্যাম্বুলেন্স চালকের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পাগলাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অন্তঃসত্ত্বা মনি বেগম, মনির চাচি আফিয়া খাতুন ও অ্যাম্বুলেন্সের হেলপার তুষার মিয়া। তাদের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, দিনাজপুরের বিরামপুর থেকে অন্তঃসত্ত্বা মনি বেগমকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল। অ্যাম্বুলেন্সটি পাগলাপীর এলাকার পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা মনি বেগম ও অ্যাম্বুলেন্সের হেলপার তুষার মিয়া মারা যান।

এছাড়া আহতাবস্থায় চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।

হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ভর্তির কিছুক্ষণ পর অফিয়া ও তুষার মারা যান। মাথায় প্রচণ্ড আঘাতে তাদের প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। চিকিৎসাধীন তিনজনের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!