• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্রাকের ধাক্কায় পল্লি বিদ্যুৎ কর্মকর্তা নিহত


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ফেব্রুয়ারি ১১, ২০১৭, ০৬:৪৩ পিএম
ট্রাকের ধাক্কায় পল্লি বিদ্যুৎ কর্মকর্তা নিহত

রাজশাহী: জেলার পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় নাটোর পল্লি বিদ্যুৎ জোন-১ এর এজিএম নিহত হয়েছে। তার নাম আবদুর রাজ্জাক (৫৯)। তিনি সিরাজগঞ্জের পুষ্টিগাছা এলাকার আমজাদ হোসেনের ছেলে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের কাঠালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ের শিবপুর ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন এ বিষয়টি নিশ্চত করেন।

সকালে পল্লি বিদ্যুৎ কর্মকর্তা আবদুর রাজ্জাক রাজশাহী-নাটোর মহাসড়কের পাশ দিয়ে হাটাহাটি করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-২৭৩৮) তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে তিনি আহত হলে ঘটনাস্থল থেকে তাকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!