• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাফিক আইন ভঙ্গে এক দিনে রাজধানীতে ২৮শ মামলা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০১৬, ০৩:১৩ পিএম
ট্রাফিক আইন ভঙ্গে এক দিনে রাজধানীতে ২৮শ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোসহ নানা অভিযোগে একদিনে মোট ২ হাজার ৮০০ মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাফিকের এই অভিযান চলে রোববার। দিনব্যাপী এই অভিযানে নানা অপরাধে যানবাহনকে মামলা দিয়ে মোট ৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও গুরুতর অপরাধের কারণে ৪০টি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে, রেকারিং করা হয়েছে ৩৪৪টি যানবাহনকে।

তিনি জানান, হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট ব্যবহার, উল্টোপথে গাড়ি চালানো, নিষিদ্ধ কালো গ্লাস ব্যবহার করা ইত্যাদি কারণে মামলাগুলো করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!