• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ট্রাম্প যুগে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো ৭ মুসলিম দেশ


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৫, ২০১৭, ০৯:০২ পিএম
ট্রাম্প যুগে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো ৭ মুসলিম দেশ

ঢাকা: ক্ষমতা নিয়েই যুক্তরাষ্ট্রে সাত দেশের নাগরিককে নিষিদ্ধ করলেন ট্রাম্প। নিষিদ্ধ হওয়া সাতটি রাষ্ট্রই হলো মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মুসলিম দেশ। এই নির্দেশ বাস্তবায়ন করতে কয়েক দিনের মধ্যেই নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট পদে নির্বাচন চলাকালীন সময়েই মুসলিম বিদ্বেশী বক্তব্য দিয়েছেন ট্রাম্প। জাতি ও বর্ণবাদ বিবাদকে উস্কে দেওয়া বক্তব্য দেওয়ায় বরাবরই বিতর্কিত হয়েছেন ট্রাম্প। 

প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার সময়েও যুক্তরাষ্ট্রে ১০ লাখ লোক তার বিরুদ্ধে সমাবেশ করেছে। সেই বিতর্ককে আরও উস্কে দিলেন ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেরে মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব দরবারে আমেরিকা মূল্যায়িত হবে।

এই আদেশের মধ্যে মধ্যপ্রাচ্য আর আফ্রিকার ৭টি মুসলিম দেশ থেকে বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে আসার বিধিনিষেধ আরোপ করা হবে। ট্রাম্প প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জনায়, সিরিয়া, ইয়েমেন, ইরাকসহ মধ্যপ্রাচ্য আর আফ্রিকার কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বাসিন্দাদের প্রবেশে কড়াকড়ি আরোপ করবেন ট্রাম্প। এ সপ্তাহের শেষের দিকে এই ঘোষণা আসতে যাচ্ছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!