• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্প হুইস্কির দাম ৬ লাখ টাকা!


নিউজ ডেস্ক জানুয়ারি ১৫, ২০১৭, ০২:২৯ পিএম
ট্রাম্প হুইস্কির দাম ৬ লাখ টাকা!

নিলামে এক বোতল ট্রাম্প হুইস্কি প্রায় ৬ লাখ টাকায় বিক্রি হয়েছে। ২০১২ সালে একটি অনুষ্ঠান উপলক্ষে ২৬ বছরের পুরনো গ্লেনড্রোনাক হুইস্কি বোতলজাত করা হয়। উচ্চমূল্যের এই হুইস্কির বোতলের মোড়কে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেন।

যুক্তরাজ্যের স্কটল্যান্ডের অ্যাবারডেনশায়ারে ট্রাম্প গলফ ইন্টারন্যাশনালের উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের দেওয়া হয় এ হুইস্কি। তখন থেকে এটি ট্রাম্প হুইস্কি নামে পরিচিত।

স্কটল্যান্ডের গ্লাসগোয় গত শুক্রবার নিলামে কানাডার এক ক্রেতা প্রত্যাশিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে কিনে নিয়েছেন বিরল এই হুইস্কির বোতল।

পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, ২৬ বছর বয়সী এক ব্যক্তি গ্লেন ডোনার্ক নামের ওই হুইস্কির বোতলটি কিনেছেন। নিলামে এর মূল্য গিয়ে ঠেকে ৬ হাজার পাউন্ডে। ডলারে এর দাম ৭ হাজার ৩৩৪। বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় ৫ লাখ ৮৬ হাজার ৭২০ টাকা (১ ডলার সমান ৮০ টাকা ধরে)।

নিলামকারী প্রতিষ্ঠান ম্যাকটিয়ারের হুইস্কি বিশেষজ্ঞ লরি ব্ল্যাক বলেন, ওই বোতলটি কিনতে বিপুল পরিমাণ আগ্রহ ছিল। আমরা চূড়ান্ত দামে বেশ খুশি। আগের বোতলের চেয়ে বেশি দামে এ বোতলটি বিক্রি হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!