• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিতে বাড়ি বাড়ি চিঠি বিতরণ


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৩, ২০১৭, ০১:৪৫ পিএম
ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিতে বাড়ি বাড়ি চিঠি বিতরণ

ঢাকা: যুক্তরাষ্ট্রের নব নির্বাচত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে বাড়ি বাড়ি চিঠি বিতরণ করেছেন বিক্ষোভকারীরা। রিয়েল এ্যাস্টেস্ট মোঘল ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় থেকেই মুসলিম ও নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে বেশ সমালোচিত হয়েছেন। গত শুক্রবার (২০ জানুয়ারী) ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময় দেশটির প্রত্যেকটি রাজ্যে লাখো লাখো নারী পুরুষ বিক্ষোভ করেন।

এ বিক্ষোভে দেশটিতে প্রায় তিন শতাধিক মানুষকে আটক করে পুলিশ। এতে আহত হয় পুলিশসহ অর্ধশতাধিক বিক্ষোভকারী। ট্রাম্প বিরোধী বিক্ষোভ বিশ্বের প্রায় ৬০টিরও বেশি দেশে গড়ায় বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

শুক্রবার বিক্ষোভকে কেন্দ্রকরে দেশটির অহিও রাজ্যের বাড়ি বাড়ি হাতে লেখা চিঠি বিতরণ করে বলে ‘হেন্ড আর্মি’ নামক টুইট বার্তায় জানা গেছে। হেন্ড আর্মি ওই বার্তায় একটি হাতে লেখা চিঠির ছবি দিয়ে লিখেছে, ‘ট্রাম্পের অভিষেকের পর, কিছু প্রতিবেশি আমার চাচার দরজায় এই চিঠিটি রেখে গেছে।’

চিঠিতে লেখা আছে, ‘প্রিয় প্রতিবেশি, আজকে যে ঘটনা ঘটছে এতে ঘাবরাবেন না। কোন ব্যাপার না। আপনি জানেন যে আমাদের ধর্মীয় অধিকার রক্ষায় যুদ্ধ করতে হবে। এই ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে আমাদের সকলকেই লড়তে হবে। তাই আপনি যদি প্রয়োজনবোধ করেন তাহলে আপনাকে স্বাগতম। আপানায় দরজায় আমরা কড়া নাড়ছি।’ 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!