• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
মার্কিন নির্বাচনের সর্বশেষ জরিপ

ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা হিলারির ব্যবধান কমেছে


আন্তর্জাতিক ডেস্ক মে ২০, ২০১৬, ০৫:৩৪ পিএম
ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা হিলারির ব্যবধান কমেছে

যুক্তরাষ্ট্রে নির্বাচনের দৌড়ে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী নেতা হিলারি ক্লিনটনের এগিয়ে থাকার ব্যবধান কমে এসেছে। দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে ট্রাম্প মনোনয়ন পাবেন বলে প্রতীয়মান হওয়ার পর এক্ষেত্রে যে ব্যবধান ছিল সেখান থেকে এই ব্যবধান কমে আসলো।
সিবিএস নিউজ ও নিউইয়র্ক টাইমস’র জরিপে দেখা যায়, নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪৭ শতাংশ হিলারি ক্লিনটনকে এবং ৪১ শতাংশ ট্রাম্পকে সমর্থন জানান।
গত মাসে সিবিএস নিউজের এক জরিপে যুক্তরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্র মন্ত্রী ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিলেন।
নিউইয়র্ক টাইমস জানায়, টেলিফোনে এ জরিপ চালানো হয়। এতে এক হাজার ৩শ’ ভোটার অংশ নেন। এ জরিপের মাধ্যমে যে ফলাফল পাওয়া গেছে সেখান থেকে ৩ শতাংশ কম বা বেশী হতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে ট্রাম্প মনোনয়ন পেতে পারেন বলে এ মাসের গোড়ার দিকে ধারণা করা হয়।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!