• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞায় ৬ মুসলিম দেশ


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৭, ২০১৭, ০৮:৫৫ পিএম
ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞায় ৬ মুসলিম দেশ

ঢাকা: অভিবাসন নিয়ে কয়েকটি দেশের ওপর দেয়া ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিয়েছিল মার্কিন আদালত। এখন প্রেসিডেন্টের ক্ষমতাবলে পুরনো তালিকা থেকে শুধু ইরাকের নাম বাদ দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞার নতুন আদেশ দিলেন ট্রাম্প।

নির্বাহী সেই আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৬ মার্চ থেকে এই নতুন আদেশ কার্যকর হবে। নতুন আদেশে সাতটি নয় এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছয়টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা থাকছে।  

তবে এবারও আগের তালিকার বাকি ছয়টি দেশকে রাখা হয়েছে। এরা হলো ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সোমলিয়া। এ ছাড়া ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের শরণার্থী কর্মসূচি বন্ধ থাকবে। এখন থেকে এক লাখ দশ হাজার নয় পঞ্চাশ হাজারের বেশি শরণার্থী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করা হবে না।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে। কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের যুক্তি দেখিয়ে বলছে, এর ফলে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের হাত থেকে নিরাপদে থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, কট্টর ইসলামপন্থী সন্ত্রাসীদের ধ্বংসাত্মক পরিকল্পনা নির্মূল করার লক্ষ্যেই এই আদেশ জারি করা হয়েছে।

আমেরিকাকে আগে নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে বলে ট্রাম্পের এ বক্তব্যকে প্রচার করছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউজের এই নতুন নির্দেশনার তথ্য কংগ্রেস সদস্যদের দেয়া হয়েছে। আইন প্রণেতাদের কাছে দেয়া তথ্যে বলা হয়েছে, শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এমন লোকজনের মধ্যে তিন শ জনের ব্যাপারে এফবিআই জঙ্গিবাদ বিষয়ে তদন্ত করছে।

বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে উদার অভিবাসনের দেশ। এ সুযোগ কাজে লাগিয়ে জঙ্গিরা যুক্তরাষ্ট্রে বারবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে। নতুন আদেশ কার্যকরের জন্য ১০ দিন সময় দেয়া হয়েছে। ফলে আগাম নোটিশের কারণে হয়তো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে আগেরবার মতো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি এড়ানো সম্ভব হবে।

আগের আদেশটি দেয়া হয়েছিল কোন পূর্ব সতর্কতা ছাড়াই। নতুন নির্বাহী আদেশের সংবাদ পাওয়ার পর নাগরিক অধিকার আন্দোলনের সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ট্রাম্পের সহযোগী কেলিয়ান কনওয়ে বলেন, নতুন এই আদেশে ইরাককে বাদ দেয়া হলেও অন্য দেশগুলোর ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

তবে এপি-র এক প্রতিবেদনে দাবি করা হয়, কংগ্রেসের এমন একটি দলিল তারা দেখেছে যাতে বলা হয়েছে, যাদের বৈধ ভিসা আছে তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া যারা গ্রীনকার্ড বা যুক্তরাষ্ট্রে বসবাসের স্থায়ী অনুমোদনপ্রাপ্ত, তারাও ওই নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

অভিবাসন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টকে সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা দেয়া আছে। এই আইনের বলে আমেরিকার স্বার্থে প্রেসিডেন্ট যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। সেই আদেশ দিতে কারো পরামর্শ নেয়ার প্রয়োজন হয় না। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসনদে গিয়ে সেই সর্বোচ্চ ক্ষমতারে প্রয়োগ করলেন।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!