• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রেনে নাজেহাল নয়, সার্ভিস দেবে হিজড়ারা


আন্তর্জাতিক ডেস্ক মে ২৫, ২০১৭, ০২:০৪ পিএম
ট্রেনে নাজেহাল নয়, সার্ভিস দেবে হিজড়ারা

ঢাকা: রাস্তায় বের হলেই হিজড়াদের দৌরত্মের কারণে নাজেহাল হতে হয় সবাইকে। বিশেষ করে বাস-ট্রেনে চাঁদা তোলার নামে যাত্রীদের নাজেহাল করে থাকে তারা। তাদের পক্ষ থেকে অভিযোগ কেউ তাদের কোনো চাকরি দেয় না। যদিও সীমিত কিছু চাকরি পায়, কিন্তু সেখানেও তারা নানাভাবে যৌন নিগ্রহের শিকার হয়।

তবে এবার তাদের চাকরি দিচ্ছে ভারত সরকার। এখন থেকে হিজড়ারা দেশটির দক্ষিণাঞ্চলিয় কেরেলা রাজ্যের মেট্রোরেলে তারা সেবা দেবে। যাত্রীদের নাস্তা দেয়া, সিট খুঁজে দেয়াসহ নানাভাবে সেবা দিয়ে যাবে তারা।  

রাজ্যের কোচিন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে এই ট্রেন, সেখানেই ২৩জন হিজড়া যাত্রীদের সেবা দেবেন। এর আগে ভারত সরকার হিজড়াদের ট্রাফিক পুলিশের চাকরি দেবে বলে ঘোষণা দিয়েছিলেন।

 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!