• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রেনের অগ্রিম টিকিট শুক্রবার থেকে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৭, ০১:২৭ পিএম
ট্রেনের অগ্রিম টিকিট শুক্রবার থেকে

ফাইল ছবি

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে। ঈদে ঘরমুখো যাত্রীরা শনিবার থেকে ঢাকা ছেড়ে যাওয়ার অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন। ২৫ আগস্ট থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

রেলমন্ত্রী এম মজিবুল হক জানিয়েছেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং কালোবাজারে টিকিট বিক্রয় বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা ও অন্যান্য নগরীর মধ্যে চলাচলকারী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। এ সময় আন্তঃনগর ট্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হবে।

জানা গেছে, ঈদের আগের তিন দিন বিশেষ ট্রেন চলবে এবং ঈদের পর পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল অব্যাহত থাকবে।  

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!