• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে দলীয় বিরোধ মেটানো আ.লীগের বড় চ্যালেঞ্জ


ঠাকুরগাঁও প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০১৮, ১০:৩৪ এএম
ঠাকুরগাঁওয়ে দলীয় বিরোধ মেটানো আ.লীগের বড় চ্যালেঞ্জ

ঠাকুরগাঁও: জেলা সদরে তৃণমূলের কোন্দল মেটানোই বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের। ভোট সামনে রেখে এরই মধ্যে প্রচারে নেমেছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী। বিপরীতে কর্মীদের শঙ্কা, সঠিক প্রার্থী দিতে না পারলে হাত ছাড়া হতে পারে আসনটি।

ঠাকুরগাঁও সদরে দ্বন্দ্ব ১৯৯৬ সালে জেলা আওয়ামী লীগ সভাপতি, সংসদ সদস্য খাদেমুল ইসলামের মৃত্যুর পর পরবর্তী নেতৃত্ব বাছাইকে কেন্দ্র করে।

এরপর ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মনোনয়ন নিয়ে বিভক্তির শুরু জেলা আওয়ামী লীগে। ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হারের পর অন্ত-কোন্দলকেই দায়ী করেন রমেশ চন্দ্র।

গত পৌর নির্বাচনের আবারও সামনে আসে পুরোনো দ্বন্দ্ব। আবারও বিএনপির প্রার্থীর কাছে হেরে যান ক্ষমতাসীন দলের প্রার্থী।

একাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় প্রত্যাশায় মাঠে নেমেছেন বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। পিছিয়ে নেই জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন বাবু ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো।

মত বিরোধ থাকলেও, দলের সিদ্ধান্ত মেনেই কাজ করার কথা বলছেন মনোনয়ন প্রত্যাশীরা। তবে এ বিরোধ না মিটলে মির্জা ফখরুলের মতো হেভিওয়েট প্রার্থীর সামনে কতোটা সুবিধা পাবে আওয়ামী লীগ সে প্রশ্ন থেকেই যাচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!