• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাকাতি ও ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন


ঝিনাইদহ প্রতিনিধি মার্চ ১, ২০১৭, ০৬:০৬ পিএম
ডাকাতি ও ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন

ঝালকাঠি: ঝালকাঠিতে ডাকাতি ও ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় দুই যুববকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়।

বুধবার (১ মার্চ) দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলো- নলছিটি উপজেলার দক্ষিণ মালিপুর গ্রামের আশ্রাফ আলীর ছেলে মো. রুবেল ওরফে খাটো রুবেল এবং একই উপজেলার সূর্যপাশা গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার।

সরকার পক্ষের আইনজীবী জানান, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর আসামিরা উপজেলার সূর্যপাশা গ্রামের বেলায়েত হোসেন কাজীর বাড়িতে ডাকাতি করে। এসময় ডাকাতরা তার মেয়েকে ধর্ষণ করে। ঘটনার দুই দিন পর ওই বছরের ৬ সেপ্টেম্বর ৮ জনকে অভিযুক্ত করে ধর্ষিতার বাবা বেলায়েত কাজী বাদী হয়ে ডাকাতি ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় সাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিত না হওয়ায় ৮ আসামির মধ্যে ৬ জনকে আদালত খালাস দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে অতিরিক্ত পিপি এড. এম আলম খান কামাল মামলা পরিচালনা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!