• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাকেটের সামনে এবার টেস্টে জ্বলে উঠার সুযোগ


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৬, ১২:২৭ পিএম
ডাকেটের সামনে এবার টেস্টে জ্বলে উঠার সুযোগ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় বেন ডাকেটের। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচেই নিজেকে দারুণভাবে মেলে ধরেন তিনি। ওই ম্যাচে ৬০ রানের মূল্যবান ইনিংস খেলেন ডাকেট। পরের ম্যাচে অবশ্য রানের খাতাই খুলতে পারেননি। সাকিব আল হাসানের শিকার হয়ে হতাশা নিয়ে ফিরে গেছেন সাজঘরে।

তবে সিরিজ নির্ধারণী ম্যাচে ৬৩ রানের ইনিংস খেলে দলকে এনে দেন দারুণ এক জয়। এই জয়ে সিরিজও নিশ্চিত হয় ইংল্যান্ডের। আসন্ন টেস্ট সিরিজেও অভিষেক হতে পারে ডাকেটের। মিডল-অর্ডারে ইংলিশদের হয়ে জ্বলে উঠতে পারেন তিনি। এমনটা আশা করছেন ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেস।

ডাকেটকে টেস্টে খেলানো হবে কি না? এমন প্রশ্নের জবাবে ইংলিশদের সহকারী কোচ বলেন, ‘মিডলঅর্ডারে ডাকেটের না খেলানোর কোনো কারণ দেখি না। দলের ভারসাম্য রক্ষার্থে চট্টগ্রামে তিনজন স্পিনার খেলানো হবে, ঢাকায় থাকবে দুজন। আমাদের এক চোখ কিন্তু ভারত সিরিজের দিকেই থাকছে।’

প্রসঙ্গত, বেন ডাকেট প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৬টি ম্যাচ খেলে ৪৪.৩২ গড়ে করেছেন ৩১০১ রান। এর মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!