• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ


রাজবাড়ী প্রতিনিধি জানুয়ারি ২০, ২০১৭, ০৩:০৩ পিএম
ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

রাজবাড়ী সরকারি হাসপাতালে ডাক্তারের অবহেলার কারণে জেলা সদরের বানিবহ ইউনিয়নের সরাফাত হোসেন ভুঁইয়ার ছেলে নুর ইসলাম ভুঁইয়া নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা।

নিহত নুর ইসলামের ছোট ভাই শাহ আলম জানান, শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৭টার দিকে তার বড় ভাই নুর ইসলামের বুকে ব্যথা অনুভব করলে রাজবাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ শিকদার টিভি দেখতে ব্যস্ত ছিলেন, বার বার ডাকা স্বত্বেও ডাক্তার রোগীর কাছে না এসে এক্স-রে করতে বলে। এক ঘণ্টা পর হাসপাতালে কর্মরত নার্স রোগীর প্রেসার মাপতে আসে তার কিছুক্ষণ পর মারা যায় নুর ইসলাম।

স্বজনরা আরও অভিযোগ করে বলেন, রাজবাড়ী সরকারি হাসপাতালে একটি মাত্র প্রেসার মাপার যন্ত্র, অক্সিজেন সিলিন্ডার থাকলেও নেই কোন অক্সিজেন ব্যবস্থা আর ডাক্তারদের অবহেলা তো রয়েছেই যে কারণে মারা গেছে নুর ইসলাম।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. রহিম বক্স টেলিফোনে জানান, এ ঘটনার পর মৃত ব্যক্তির স্বজনরা একটি লিখিত অভিযোগ পত্র জমা দিয়েছেন ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!