• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডাবল অর্জনের সামনে মাশরাফির বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক মে ২৩, ২০১৭, ০৪:০৫ পিএম
ডাবল অর্জনের সামনে মাশরাফির বাংলাদেশ

ঢাকা: টানা তিন ম্যাচ জিতে ডাবল-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের শিরোপা এরইমধ্যে নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে এক জয়, এক হার ও পরিত্যক্ত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানার্স-আপ বাংলাদেশ। বাংলাদেশ-নিউজিল্যান্ডের শেষ লড়াইটি তাই নিয়ম রক্ষার ম্যাচে পরিনত হয়েছে। তবে মাশরাফিদের কাছে কিন্তু ম্যাচটি খুবই গুরুত্বপুর্ণ। বুধবার (২৪ মে) ডাবলিনের ক্লোনটার্ফে ব্ল্যাক ক্যাপসদের হারাতে পারলেই প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে আসবে লাল সবুজের দল। এখানেই শেষ নয়, ২০১৯ সালে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে টাইগাররা।

এই মুহুর্তে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। বুধবার নিউজিল্যান্ডকে হারাতে পারলে বাংলাদেশের রেটিং হবে ৯৩। অবশ্য বর্তমানে ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিংও ৯৩। তবে ভগ্নাংশের হিসাবে লঙ্কানদের টপকে ষষ্ঠস্থান দখল করবে বাংলাদেশ। আর সপ্তমস্থানে নেমে যাবে দ্বীপ দেশটি।

এদিকে অষ্টমস্থানে থাকা পাকিস্তানের রেটিং ৮৮। নবমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৯। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা আইসিসির নিয়নুযায়ি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে সেরা আট দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে। তাই সেপ্টেম্বরের আগে শ্রীলঙ্কা ও পাকিস্তান কোনভাবে বাংলাদেশের রেটিং টপকে গেলেও, ওয়েস্ট ইন্ডিজের টপকে যাওয়া দুরহ হবে। তাই নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র অনেকাংশেই নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশের। তবে হেরে গেলে খুব বেশি ক্ষতি হবে না টাইগারদের। সেক্ষেত্রে ভবিষ্যতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের খেলার ফলগুলোর দিকে নজর রাখতে হবে বাংলাদেশকে। তারপরও নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ প্রায় নিশ্চিত করার সুযোগটা হাতছাড়া করতে চাইবে না মাশরাফির দল।

তাছাড়া চ্যাম্পিয়নস ট্রফির আগে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলে আত্মবিশ্বাসী মুডে ইংল্যান্ডের মাটিতে খেলতে নামবে বাংলাদেশ। সেই লক্ষ্যকে সামনে রেখে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট ডাবলিনের ক্লোনটার্ফে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

আয়ারল্যান্ডের ন্যায় খেলতে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় সম্ভব বলে মনে করেন মাশরাফি। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর ম্যাশ বলেছিলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা জিততে চাই। আয়ারল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারলে কিউইদের বিপক্ষেও জয় পাবো।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!