• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিইউজের সভাপতি সূর্য সম্পাদক সোহেল


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০১৮, ০৯:৫৮ এএম
ডিইউজের সভাপতি সূর্য সম্পাদক সোহেল

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) আবু জাফর সূর্য সভাপতি ও সোহেল হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আবু জাফর সূর্য-সাজ্জাদ আলম খান তপু প্যানেল থেকে ৭১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তিনি।

অপরদিকে কুদ্দুস আফ্রাদ-সোহেল হায়দার চৌধুরী প্যানেল থেকে ৫৪৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে ৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খন্দকার মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন, সাংগঠনিক পদে ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান উজ্জ্বল, কোষাধ্যক্ষ পদে ৯২৬ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উম্মুল ওয়ারা সুইটি, প্রচার সম্পাদক জিহাদুর রহমান জিহাদ ৭০৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি এম মাসুদ ঢালী ৬৭৩, জনকল্যাণ সম্পাদক ফারহানা মিলি ৫৬৯ ভোট, দফতর সম্পাদক আমির মোহাম্মদ জুয়েল ৬১৬ ভোট পেয়েছেন।

সদস্য
১. সলিম উল্লাহ সেলিম
২. গোলাম মোস্তফা ধ্রুব
৩. মহিউদ্দিন পলাশ
৪. শাহনাজ পারভিন
৫. শাকিলা পারভিন
৬. জাহিদা পারভেজ ছন্দা
৭. ইব্রাহিম খলিল খোকন
৮. এ এম শাহজাহান মিয়া
৯. অজিত কুমার মহালদার

এর আগে বুধবার সকাল ৮টায় উৎসবমুখর পরিবেশে প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটারদের ব্যাপক উপস্থিতিতে সময় এক ঘণ্টা বাড়ায় নির্বাচন কমিশন।

এ নির্বাচনে সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে নয় প্রার্থীসহ ১৯টি পদে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার তিন হাজার ২শ’ ৩৩ জন।

বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!