• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়ে রিট: আদেশ বুধবার


অাদালত প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৮, ০৫:১৪ পিএম
ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়ে রিট: আদেশ বুধবার

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশ বুধবার (১৭ জানুয়ারি) দেয়া হবে।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রিট আবেদন দুটির ওপর শুনানি শেষে এ দিন ধার্য করেন।

আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করেন দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তারা হলেন- ভাটারা ইউপির চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। 

আতাউর রহমান করা রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। সঙ্গে ছিলেন আইনজীবী আহসান হাবিব ভূঁইয়া। জাহাঙ্গীরের করা রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সঙ্গে ছিলেন আইনজীবী মোকাররামুস সাকলান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

পরে মোকাররামুস সাকলান বলেন, উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে জাহাঙ্গীর আলম একজন প্রার্থী হতে চান। এর আগে ওয়ার্ডগুলো পুনর্বিন্যাস করা হয়। পুনর্গঠন করা ওয়ার্ডের ভোটার তালিকা এখনো প্রকাশ করা হয়নি। এ পরিস্থিতিতে তিনি ওই নির্বাচন স্থগিত চেয়ে রিটটি করেন।

আতাউর রহমানের আইনজীবী আহসান হাবিব ভূঁইয়া বলেন, সিটি করপোরেশন আইন অনুসারে ৭৫ শতাংশ কাউন্সিল নির্বাচনের মাধ্যমে ফলাফল সরকারি গেজেটে প্রকাশিত হবে। এর ভিত্তিতে মেয়র পদ গঠিত হবে। অথচ গত বছরের জুলাইতে উত্তর সিটি করপোরেশনে ১৮টি ওয়ার্ড সম্প্রসারিত করা হয়। এ অবস্থায় ৭৫ শতাংশ ওয়ার্ড কাউন্সিলর হচ্ছে না। এসব যুক্তিতে নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটটি করা হয়।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!