• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিএমসির বেসরকারি অ্যাম্বুলেন্স বন্ধ, রোগীদের দুর্ভোগ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০১৬, ০৩:৪৪ পিএম
ডিএমসির বেসরকারি অ্যাম্বুলেন্স বন্ধ, রোগীদের দুর্ভোগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস সমিতি বলছে, পুলিশ হয়রানির কারণে সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

এদিকে, অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় দেশের নানা প্রান্ত থেকে ঢাকা মেডিকেলে আসা রোগীরা বিপাকে পড়েছেন। মুমূর্ষু রোগীদের হাসপাতাল থেকে স্থানান্তরে অ্যাম্বুলেন্স না পেয়ে দুর্ভোগে পড়েছেন তারা। এ ছাড়া হাসপাতাল থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্স না পেয়ে ভোগান্তি পোহাচ্ছেন অনেকে।

গত শনিবারে অ্যাম্বুলেন্স চাপায় ৪ জনের মৃত্যুর পর, জরুরি বিভাগের সামনের রাস্তায় থাকা বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো সরিয়ে দেয় পুলিশ। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস সমিতি জানিয়েছে, ধর্মঘট নয়, পুলিশি হয়রানির কারণে সার্ভিস বন্ধ।

তারা আরো জানান,পুলিশ তাদের গাড়ি ওই এলাকা থেকে সরিয়ে দিয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ ও পুলিশ সহযোগিতা করলে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে চান তারা। এছাড়া সার্ভিস চালু করা হবে আশ্বাস দেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!