• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএসইর নতুন এমডি


নিজস্ব প্রতিবেদক জুলাই ১২, ২০১৬, ০৫:২৫ পিএম
ডিএসইর নতুন এমডি

ঢাকা স্টক এক্সচেঞ্জে এ এম মাজেদুর রহমান দ্বিতীয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আজ মঙ্গলবার (১২ জুলাই) যোগদান করেছেন। ১৯ জুন ৮২৯তম বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ তাকে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়। ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশনস ২০১৩ অনুযায়ী ২৭ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠায়। ৩০ জুন কমিশন তার নিয়োগের অনুমোদন দেয়।

পুঁজিবাজার অপারেশন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিজনেস ডেভেলপমেন্ট এবং ব্যালেন্স শিট ম্যানেজমেন্টে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন মাজেদুর রহমান পেশাগত জীবনে দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংকে সুনামের সঙ্গে সুদীর্ঘ ৩৩ বছর ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ডিএসইতে যোগদানের পূর্বে তিনি আমেরিকাভিত্তিক ই-কারেন্সি মিন্ট ইন-কর্পোরেশনের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকিং জগতে তিনি সর্বশেষ প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে রহমান কান্ট্রি হেড ব্যাংক আল-ফালাহ লিমিটেড, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবি ব্যাংক লিমিটেড, উপ-ব্যবস্থাপনা পরিচালক আইপিডিসি বাংলাদেশ লিমিটেড, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ঢাকা ব্যাংক লি., হেড অব অপারেশন অ্যান্ড এইচ আর এবং হেড অব রিটেইল ব্যাংকিং, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!