• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা দুপুরে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০১৮, ১০:১০ এএম
ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা দুপুরে

ফাইল ছবি

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের স্নাতক (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে।

এ বছর সারা দেশের ১ হাজার ৭২১টি কলেজের সর্বমোট ১ লাখ ৪৫ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী ৬৮৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!