• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিজিটাল যুগেও অ্যানালগে অ্যাথলেটিক্স ফেডারেশন


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২০, ২০১৭, ০৭:৪৪ পিএম
ডিজিটাল যুগেও অ্যানালগে অ্যাথলেটিক্স ফেডারেশন

ঢাকা: প্রযুক্তির সদব্যবহার করে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান যখন এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তখন উল্টো দিকে হাটছে বাংলাদেশ অ্যাথলেটিকক্স ফেডারেশন। তারা ফিরছে মান্ধাতা আমলে। শুক্রবার (২০ জুলাই) থেকে শুরু হতে যাওয়া সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পিস্তলের পরিবর্তে ব্যবহার করা হবে কাঠের স্টার্টার!  ইলেক্ট্রনিক টাইমিংসের বদলে থাকছে হ্যান্ড টাইমার। ডিজিটাল যুগেও অ্যানালগ পদ্ধতিতে আস্থা।  

জানা গেছে, বাংলাদেশ অ্যাথলেটিকক্স ফেডারেশনের আগের নির্বাহী কমিটি বর্তমান এ্যাডহক কমিটিকে সম্পত্তি বুঝিয়ে দেয়নি। তিন মাস আগে কমিটি ভেঙে দিয়ে এ্যাডহক কমিটি করা হলেও এখনও সম্পত্তি বুঝে পায়নি নতুন এডহক কমিটি। পিস্তল, ফেডারেশনের চেকবইসহ বিভিন্ন সরঞ্জামও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পিস্তলের বিষয়টি এখন পৌঁছেছে পুলিশের কাছেও।

তাই সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পিস্তলের পরিবর্তে কাঠের স্টার্টার দিয়েই চালাতে হবে বিভিন্ন দৌড় ইভেন্ট। এছাড়া অ্যাথলেটিক্সের বড় ইভেন্ট দৌড়ের জন্য মানহীন ট্র্যাকের অভিযোগ দীর্ঘদিনের। দায়িত্ব নিয়েই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে নতুন ট্র্যাক বসানোর আবেদন করেছে কমিটি। তবে শিগগিরই নতুন ট্র্যাকের সম্ভাবনা নেই। সামার মিটেও থাকছে না ইলেক্ট্রনিক টাইমার। আগামী ডিসেম্বরে জাতীয় চ্যাম্পিয়নশিপে ইলেকট্রনিক টাইমার থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ফেডারেশন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!