• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিবি কার্যালয়ে মেজর জাহিদের স্ত্রীসহ দুই নারী


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৪, ২০১৬, ০১:৪৬ পিএম
ডিবি কার্যালয়ে মেজর জাহিদের স্ত্রীসহ দুই নারী

রাজধানীর দক্ষিণখান আশকোনায় হাজিক্যাম্পের কাছে সন্দেহজনক জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণ করা দুই শিশুসহ দুই নারীকে রাজধানীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সোয়া ৯টার দিকে আত্মসমর্পণের পরপরই পুলিশের একটি মাইক্রোবাসে করে তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

আত্মসমর্পণকৃতদের মধ্যে রয়েছেন রূপনগরে নিহত জঙ্গি মেজর (সেনাবাহিনী থেকে বহিষ্কৃত) জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা এবং পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা। এদের দুজনেরই শিশুসন্তান রয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে অপর একটি সূত্রে জানা গেছে, জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রের সন্ধান পাওয়া গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!