• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিমের ভেতর আরেক ডিম!


নিউজ ডেস্ক মার্চ ৬, ২০১৮, ০৩:৪১ পিএম
ডিমের ভেতর আরেক ডিম!

ঢাকা: ডিম ফুটে বাচ্চা হওয়াটা স্বাভাবিক। কিন্তু ডিম ফেটে আরেকটি ডিম বের হওয়া কথা শুনলে ভ্রু তো কপালে উঠবেই। তবে বেশি অবাক হওয়ার প্রয়োজন নেই। কারণ বিষয়টি সম্ভব। তবে বিরল। অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড প্রদেশে ঘটেছে এমনই ঘটনা।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়,  উত্তর কুইন্সল্যান্ডের একটি ফার্মে ওই ডিমটি পাওয়া যায়। সেটির ওজন ১৭৬ গ্রাম, আর আকৃতি একজন পূর্ণবয়স্ক মানুষের হাতের তালুর সমান। ডিমটি ফাটানো হলে এর ভেতরে আরেকটি ডিম পাওয়া যায়।

স্টকম্যান নামের ওই ফার্মের এক কর্মী জানান, ‘এমন ঘটনা খুবই বিরল।  আমরা ভেবেছিলাম ভেতরে চারটি কুসুম আছে। যেখানে ডিমটি পাওয়া যায়, সেখানে ৩০০টি মুরগি ছিল। তাই কোন মুরগিটি এই অসাধ্য সাধন করলো তা বের করা অসম্ভব।’

কেন এত বড় ডিম জানতে চাইলে স্টকম্যান জানান, নিবিড় পরিচর্যা ও ভালো খাবারের জন্য এমনটি হতে পারে।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!