• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিসিসির অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চায় বিএনপি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০১৭, ০৮:৫৫ পিএম
ডিসিসির অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চায় বিএনপি

ঢাকা: রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি নাশকতা কি না- তা জানাতে হবে। সে জন্য এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যটি উদ্ঘাটন করা প্রয়োজন। সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিশেষজ্ঞদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আজকে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা দোকান পরিচালনা করছেন, তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে যে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড। তাই এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। মূল কারণ উদ্ঘাটন করা দরকার। যদি তা-ই হয়ে থাকে, এটার জন্য দায়ী কারা? সেটাও বের করা উচিত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তাদের পুনর্বাসন করার দাবিও জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমি শুনেছি যে, এখানে ৬৯৫টি ছোট-বড় দোকান রয়েছে। দুর্ভাগ্যজনক এই অগ্নিকাণ্ডে সবাই প্রায় নিঃশেষ হয়ে গেছেন; তারা পথে দাঁড়িয়ে গেছেন। এখানে অনেকে দোকান করতেন, তাদের সীমিত পুঁজি। তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। আমি মনে করি, সরকার ও সিটি করপোরেশনকে এসব ব্যবসায়ীর ক্ষতি পূরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিৎ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা গত মঙ্গলবারই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়েছি।’

এদিকে বুধবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে আসেন। তিনি আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো দেখেন এবং দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর নেতা আবদুল আলিম নকি, ফারুক হোসেন ভূঁইয়া, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!