• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে গৃহসজ্জা প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০১৬, ০৬:০৫ পিএম
ডিসেম্বরে গৃহসজ্জা প্রতিযোগিতা

ইন্টেরিয়র ডিজাইনারদের সৃজনশীল কাজ খুঁজতে আসছে ডিসেম্বরে ঢাকায় হচ্ছে গৃহসজ্জার প্রতিযোগিতা ‘হোমফেস্ট ঢাকা-২০১৬’। বিজ্ঞাপনী সংস্থা উইন্ডমিল অ্যাডভারটাইজিং আগামী ২ ও ৩ ডিসেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।

উইন্ডমিল অ্যাডভারটাইজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম সোমবার এক সংবাদ সম্মেলনে এবারের প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, “গতবারের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে, আমাদের প্রতিভা ও সম্পদের কোনো অভাব নেই। এখন প্রয়োজন একটি প্ল্যাটফর্মের, যেখানে প্রতিভাধর তরুণরা নিজেদের সৃষ্টিশীল কাজ তুলে ধরতে পারবে।”

তিনি জানান, ডিসেম্বরের মূল আয়োজন সামনে রেখে প্রথম ধাপে দেশব্যাপী ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতা হবে। সেখানে সেরা ডিজাইন ও সেরা দলের জন্য থাকছে নগদ ছয় লাখ টাকার পুরস্কার।

প্রথম ধাপের প্রতিযোগিতা থেকে বাছাই করা ১৮ জন ডিজাইনারকে তিনটি দলে ভাগ করে দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে।

এই ধাপে প্রত্যেক দলকে একটি ‘থিম’ ঠিক করে মাস্টারবেড, লিভিং রুম, ডাইনিং রুম, কিডস বেড, টয়লেট ও কিচেন রুম নিয়ে গৃহসজ্জার পরিকল্পনা করতে হবে। মূল আয়োজনে তাদের কাজ হবে থিমভিত্তিক ফ্ল্যাটের পরিকল্পনা করা।

সেরা থিমের জন্য থাকছে তিন লাখ টাকার পুরস্কার এবং প্রত্যেক সেরা কক্ষের জন্য থাকছে ৫০ হাজার টাকার পুরস্কার।

আয়োজকদের ওয়েবসাইট (www.homefestdhaka.com)  এবং ফেইসবুক (www.facebook.com/homefestdhaka)  পেইজ থেকে প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের চেয়ারম্যান রাশিদ খান, আম্বার গ্রুপের এবিএম সাইফুল হক মাসুদ, সুপার স্টার গ্রুপের মার্কেটিং প্রধান আফতাব মাহমুদ খুরশিদ, হাতিল ফার্নিচারের মার্কেটিং বিভাগের প্রধান ফিরোজ আল মামুন, বার্জার পেইন্টের জেনারেল ম্যানেজার একেএম সাদেক নওয়াজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!