• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ডিসেম্বরের মধ্যে ট্যানারি না সরালে গ্যাস-বিদ্যুৎ বন্ধ’


সাভার প্রতিনিধি অক্টোবর ১৬, ২০১৬, ০২:৪২ পিএম
‘ডিসেম্বরের মধ্যে ট্যানারি না সরালে গ্যাস-বিদ্যুৎ বন্ধ’

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ বারের মতো রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সকল ট্যানারি সাভারের স্থানান্তর করার নির্দেশ দেয়া হয়েছে। এর পর মালিকদের আর কোন সুযোগ দেয়া হবে না। এটাই তাদের জন্য শেষ সময়। আজ রোববার (১৬ অক্টোবর) সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্পনগরীর ট্যানারি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্পমন্ত্রী আরো বলেন, ‘৩০ ডিসেম্বরের মধ্যে হাজারীবাগ থেকে সব ট্যানারি সাভারে স্থানান্তর করতে হবে। আর তা না করা হলে জানুয়ারি মাসের প্রথম দিন থেকে ওই সব ট্যানারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেবে সরকার। তবে ট্যানারি স্থানান্তরের বিষয়ে ট্যানারি মালিকরা একমত হয়েছেন।’

পরে মন্ত্রী চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!