• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডেইলি সান সম্পাদককে হাইকোর্টে তলব


আদালত প্রতিবেদক মে ১৫, ২০১৭, ০৫:২৩ পিএম
ডেইলি সান সম্পাদককে হাইকোর্টে তলব

ঢাকা: প্রকাশিত প্রতিবেদনের তথ্যের উৎস সম্পর্কে ব্যাখ্যা দিতে ইংরেজি পত্রিকা ডেইলি সানের সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ২৮ মে তাদের স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সোমবার (১৫ মে) বিকেলে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

২০১৫ সালের ২ আগস্ট ডেইলি সানে ‘রোড অ্যাকসিডেন্ট-নাইনটিন লাখ ফেইক ড্রাইভারস রুল দ্যা হাইওয়েস’ শিরোনামে  একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদন নজরে নিয়ে একই বছরের ৮ আগস্ট প্রায় ১৯ লাখ ‘ভুয়া ড্রাইভিং লাইসেন্স’ জব্দের নির্দেশ দেন হাইকোর্ট। যেসব চালক এসব ভুয়া লাইসেন্স ধারণ ও ব্যবহার করছেন তাদের বিরুদ্ধেও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে প্রতিবেদনের সত্যতার সপক্ষে ডকুমেন্ট দাখিল করতে পত্রিকা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস জানান, প্রতিবেদনের সপক্ষে কোনো তথ্য এখন পর্যন্ত এফিডেভিট আকারে আদালতে দাখিল না করায় হাইকোর্ট সোমাবর (১৫ মে) ডেইলি সানের সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদক পার্থ সারথি দাসকে তলব করেন।

‘রোড অ্যাকসিডেন্ট-নাইনটিন লাখ ফেইক ড্রাইভারস রুল দ্যা হাইওয়েস’ শিরোনামের  প্রতিবেদনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)  ২০১৫ সালের জুন মাসের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, দেশে ১৮ লাখ ৭৭ হাজার চালকের কাছে বৈধ লাইসেন্স নেই, যার ফলে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। গত ১৫ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যেই ১৫৪টি সড়ক দুর্ঘটনায় ১৯১ জন মারা গেছে। এসব দুর্ঘটনার ৬০ শতাংশই ঘটেছে চালকের দোষে’।

প্রকাশিত এই প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ ও রুল জারি করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!