• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু জ্বরের কবলে এনামুল হক বিজয়


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২৭, ২০১৭, ০৫:২১ পিএম
ডেঙ্গু জ্বরের কবলে এনামুল হক বিজয়

ঢাকা: গত কিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়। কিছুতেই নিয়ন্ত্রণে আসছিল না। শেষ পর্যন্ত হাসাপাতালে যেতে হয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানকে। রক্ত পরীক্ষার পর ডেঙ্গু জ্বরের অস্তিত পাওয়া যায় তার শরীরে। বর্তমানে রাজধানীর অ্যাপোলো হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন বিজয়। সংবাদমাধ্যমের কাছে এ খবর দিয়েছেন তার বন্ধু জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বি।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রাব্বি লিখেছেন, ‘প্লিজ সবাই এনামুল হক বিজয়ের জন্য দোয়া করবেন।’ বিজয়ের অবস্থা জানতে রাব্বির সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেশ কয়েকদিন ধরে বিজয়ের জ্বর। ভালো হচ্ছিলো না বলে বুধবার (২৬ জুলাই) অ্যাপোলো হাসপাতালে যায় চেকআপ করাতে। ওখানে গিয়ে ধরা পড়ে ওর ডেঙ্গু জ্বর হয়েছে। এরপর হাসাপাতালে ভর্তি করা হয়েছে ওকে।‘

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘গতকাল (বুধবার) বিজয়ের জ্বর এসেছে। তবে আমিও শুনেছি জ্বর বেশি হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

উল্লেখ্য, ২০১৫ সালে জাতীয় দলের হয়ে শেষবার খেলতে নেমেছিলেন এনামুল হক বিজয়। সে সময় বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন বাংলাদেশের এই ওপেনিং ব্যাটসম্যান। তারপর থেকেই জাতীয় দলের বাহিরে তিনি। তবে সম্প্রতি বিসিবি হাইপারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন বিজয়। সেখানে নর্দান টেরিটোরি নামক স্থানীয় একটি দলের বিপক্ষে সবকয়টি ম্যাচ জিতেই দেশে ফিরেছিল হাইপারফরম্যান্স একাদশ।

সর্বশেষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!