• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেটিংয়ে ঠকছেন না তো?‌ জেনে নিন, কী করে বুঝবেন


লাইফস্টাইল ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০১৬, ০৬:৫০ পিএম
ডেটিংয়ে ঠকছেন না তো?‌ জেনে নিন, কী করে বুঝবেন

আচমকা প্রেমিক বা প্রেমিকার ফোন পেয়ে উত্তেজনায় ফুটছেন? আচমকাই দেখা করতে চেয়েছেন তিনি। সাবধান, কারণ এমনটাও হতে পারে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা আসলে আপনাকে ঠকাচ্ছেন। অন্য কারও সঙ্গে তাঁর দিনটা কাটানোর পরিকল্পনা করেছিলেন। তিনি পরিকল্পনা বাতিল করাতেই আপনার প্রিয় মানুষটি আপনার শরণাপন্ন হননি তো?‌ কী করে বুঝবেন, তিনি আপনাকে ঠকাচ্ছেন কি না?‌

❏‌ ফিল্মে যাওয়া বা কফি খেতে দেখা করার জন্য একদম শেষ মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি?‌ সরাসরি প্রশ্ন করুন, আগে তিনি ডাকেননি কেন?‌ সদুত্তর না পেলে সন্দেহ করতেই পারেন।

❏ ফোন করে কুশল বিনিময়ের আগেই যদি তিনি কোথায় কখন আপনার সঙ্গে দেখা করতে চান, তাহলে সতর্ক হন।

❏ দেখা করার পরেও যদি তিনি বারবার মোবাইল ফোনে ব্যস্ত হয়ে থাকেন, জানবেন ‘‌ডাল মে কুছ কালা হ্যায়’‌।

❏ দেখা করে তিনি কি শুনছেন কম আর বলছেন বেশি?‌ তাহলে বিষয়টা খুব সন্দেহজনক। সুস্থ সম্পর্কে সঙ্গীর কথা শোনাটাও খুবই গুরুত্বপূর্ণ। সূত্র: ‌আজকাল

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!