• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেনমার্ককে দেখিয়ে দিল অস্ট্রেলিয়া


ক্রীড়া ডেস্ক জুন ২১, ২০১৮, ০৯:৫৭ পিএম
ডেনমার্ককে দেখিয়ে দিল অস্ট্রেলিয়া

ঢাকা : ফুটবলে অতটা পরিচয় নেই অস্ট্রেলিয়ার। ক্রিকেটে তাদের আধিপত্য দেখেছে বিশ্ব। পাঁচবার অসিরা বিশ্বকাপ জিতেছে। সেই তুলনায় ফুটবলে বড় সাফল্য নেই অস্ট্রেলিয়ার। গতবার বিশ্বকাপে চমক দেখিয়েছিল। এবারও সেই ধারা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে সকারুরা।

প্রথম ম্যাচ হেরে গেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচটি তাই অসিদের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর। ডেনমার্কের বিপক্ষে না জিতলেও হারেনি অস্ট্রেলিয়া। বরং দুরন্ত ফুটবল খেলে নিজেদের পরিচয় আরেকবার বিশ্বমঞ্চে জানান দিয়েছে তারা।

সামারায় ডেনমার্কের বিপক্ষে ১-১ ড্র করে দ্বিতীয় পর্বের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। বেঁচে গেল ডেনমার্কও। দ্বিতীয়ার্ধে সকারুরা যে আক্রমণ করেছে, তাতে ম্যাচ কোনওভাবে ড্র করে মাঠ ছাড়তে পেরেই খুশি হওয়ার কথা ডেনিশদের।

বিশ্বকাপ আসরে শুরুর দুই ম্যাচ কখনও জেতেনি ডেনমার্ক। এবার সেই আশা তারা দেখেছিল ৭ মিনিটের মাথায়। দারুণ এক সুযোগ পেয়ে ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে পড়া নিকোলাই ইয়ুর্গেনসন শেষ মুহূর্তে পেছনে থাকা এরিকসনকে বল বাড়িয়ে দিলেন। বুলেট গতিতে বল জালে পাঠাতে ভুল করেননি ডেনিশ মিডফিল্ডার।

ডেনমার্ক অবশ্য এই অগ্রগামিতা নিয়ে প্রথমার্ধ শেষ করতে পারেনি। ৩৭ মিনিটে অস্ট্রেলিয়ার কর্নার হেডে বল ক্লিয়ার করতে গিয়ে ডি-বক্সে হ্যান্ডবল হলো ইউসুফ পুলসেনের। রেফারি পরে ভিএআরের সহায়তা নিলেন। ভিএআরে দেখা গেছে, পুলসেনের হাতে বল ভালোভাবেই লেগেছে। যদিও সেটি ইচ্ছাকৃত কি না, সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে। ভাগ্যের ছোঁয়ায় পেনাল্টি কাজে লাগাতে ভুল করেননি জেডিনাক।

এ ঘটনায় দুই দিক থেকেই ভুগেছে ডেনমার্ক। গোল হজম তো করতেই হয়েছে, টানা দুই ম্যাচ হলুদ কার্ড দেখে পরের ম্যাচ খেলা হবে না প্রথম ম্যাচের গোলদাতা পুলসেনের।

দ্বিতীয়ার্ধে ম্যাচটা জেতার প্রাণপণ চেষ্টা করেছে অস্ট্রেলিয়া। বারবার আক্রমণের ফলা হয়ে ডেনিশ রক্ষণে ঢুকেছেন সকারু ফরোয়ার্ডরা। কখনও তারা ডেনমার্কের রক্ষণ ভাঙতে পারেনি, কখনোবা নিজেরাই সুযোগ হাতছাড়া করেছে। অস্ট্রেলিয়ার দাপট এতটাই ছিল, দ্বিতীয়ার্ধে ডেনমার্ককে খুঁজেই পাওয়া যায়নি! তবুও ড্রয়ের সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে। তার আগে আক্রমণের ঝড় তুলে ডেনমার্ককে দেখিয়ে দিয়েছে সকারুরা।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

 

Wordbridge School
Link copied!