• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেভিস কাপ খেলতে দিল্লিতে জুনিয়র টেনিস দল


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ০৯:২৬ পিএম
ডেভিস কাপ খেলতে দিল্লিতে জুনিয়র টেনিস দল

ঢাকা: আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে ‘জুনিয়র ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া প্রি-কোয়ালিফাইং রাউন্ডের খেলা। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিতে রোববার (১৯ ফেব্রুয়ারি) দিল্লিতে পৌঁছেছে চার সদস্যের বাংলাদেশ জুনিয়র টেনিস দল।

প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভূটান, নেপাল, ইরান, ইরাক, কাজাখস্তান, কিরঘিজস্তান, লাওস, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিরিয়া, তুর্কমিনিস্তান, ভিয়েতনাম ও ইয়েমেন।  

বাংলাদেশ দলের নন-প্লেইং ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন টেনিস ফেডারেশনের প্রধান কোচ মোজাহিদুল হক। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বাংলাদশে দলের খেলোয়াড়রা হচ্ছেন: (১) মো. জুয়েল রানা, (২) মোহাম্মদ ইশতিয়াক এবং (৩) মো. স্বাধীন হোসেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!