• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ড্রয়ে থামলো ইডেন টেস্টের উত্তেজনা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২০, ২০১৭, ০৮:৪২ পিএম
ড্রয়ে থামলো ইডেন টেস্টের উত্তেজনা

ঢাকা: স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার মধ্যেকার ইডেন টেস্টের পঞ্চম ও শেষ দিনটি ছিল রোমাঞ্চ আর উত্তেজনায় ভরপুর। অবশেষে ড্রয়ে থেমেছে সেই রোমাঞ্চকর শেষ মুহুর্ত। টিম ইন্ডিয়ার ছুঁড়ে দেয়া ২৩১ রানের টার্গেটে খেলতে নেমে ৭৫ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ হারের পথে ঢেলে পড়ে সফরকারিরা। কিন্তু আলো স্বল্পতায় দিনের খেলা প্রায় ১৩ ওভার বাকী থাকলে ম্যাচটি ড্র ঘোষণা করে ফিল্ড আম্পায়াররা।

দ্বিতীয় ইনিংসে অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ১০৪ রানের সুবাদে ৮ উইকেটে ৩৫২ রান তুলেছিলো ভারত। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ১৭২ ও শ্রীলঙ্কার ২৯৪ রান করে। ফলে ১২২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ১৭১ রান করেছিলো ভারত। ওপেনার শিখর ধাওয়ান ৯৪ রানে ফিরলেও লোকেশ রাহুল ৭৩ ও চেতেশ্বর পূজারা ২ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিন ওই স্কোরে শুরু করে নিজের ইনিংস খুব বড় করতে পারেননি রাহুল ও পূজারা। রাহুল ৭৯ ও পূজারা ২২ রানে ফিরেন।

এরপর ভারতের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। এক প্রান্তে আগলে ওয়ানডে স্টাইলে ব্যাট করেছেন কোহলি। তাকে ভালোভাবে সঙ্গ দিতে পারেননি দলের পরের দিকের ব্যাটসম্যানরা। পাঁচ ব্যাটসম্যান দু’অংকে পা না দিয়েই প্যাভিলিয়নে ফিরেন। একমাত্র দশ নম্বরে নামা পেসার মোহাম্মদ সামি অপরাজিত ১২ রান করেন।

তবে দ্বিতীয় ইনিংসে ভারতকে বড় সংগ্রহ এনে দিয়েছেন কোহলি। টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে এটি তার ৫০তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৮তম ইনিংসে ৫০ সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। দ্রুত সেঞ্চুরির হাফ-সেঞ্চুরিতে কোহলির সমান দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।

সেঞ্চুরির হাফ-সেঞ্চুরির ইনিংসে শেষ পর্যন্ত ১২টি চার ও ২টি ছক্কায় ১১৯ বলে অপরাজিত ১০৪ রান করেন কোহলি। শ্রীলংকার লাকমল ও শানাকা ৩টি করে উইকেট নেন।
জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর ২২ রানে চতুর্থ উইকেট হারায় তারা। তাতে ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে থাকে ভারত। এমন অবস্থায় লড়াই করার ইঙ্গিত দেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ, অধিনায়ক দিনেশ চান্ডিমাল ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। কিন্তু তিনজনই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ম্যাথুজ ১২, চান্ডিমাল ২০ ও ডিকবেলা ২৭ রান করে ফিরেন।

৭৫ রানে সপ্তম উইকেট হারানোর কিছুক্ষণ পরই আলো স্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। এরপর ম্যাচটি ড্র ঘোষণা করেন অনফিল্ড আম্পায়াররা। ভারতের ভুবেনশ্বর কুমার ৪টি, সামি ২টি ও উমেশ যাদব ১টি উইকেট নেন।

আগামী ২৪ নভেম্বর থেকে নাগপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!