• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘ঢাকা অ্যাটাক’ দ্বিতীয় সপ্তাহেও রমরমা!


বিনোদন প্রতিবেদক অক্টোবর ১৩, ২০১৭, ০২:৪৪ পিএম
‘ঢাকা অ্যাটাক’ দ্বিতীয় সপ্তাহেও রমরমা!

ঢাকা: ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেও রমরমা ব্যবসা, বাড়লো হল। মুক্তির প্রথম সপ্তাহে (৬ অক্টোবর) থেকে সপ্তাহের শেষ দিন (১২ অক্টোবর) পর্যন্ত  দর্শকদের মুগ্ধতার রয়েছে সিনেমাটি। এরই ধারাবহিকতায়  বাড়লো হলের সংখ্যা।

১৩ অক্টোবর থেকে সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক)-এ ছবিটি প্রতিদিন পাঁচটি করে শো চলবে। যা গত সপ্তাহে তিনটি ছিল।  নির্মাতা দীপঙ্কর দীপন জানান, দর্শক চাহিদা ও চাপ সামলানোর কথা ভেবেই সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

 প্রথম সপ্তাহে সারা দেশে ছবিটি ১২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে (১৩ অক্টোবর) সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৩০-এ। এটিও একটি সিনেমা আকাশছোঁয়া সফলতা পাওয়ার ক্ষেত্রে অন্যতম সিঁড়ি বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। 

নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, ‘প্রথম সপ্তাহ সারাদেশে হাউসফুল কাটানোর পর এ সপ্তাহে আরও বেশি সাড়া পেয়েছি পরিবেশক এবং দর্শক-সমালোচকদের কাছ থেকে। একজন নির্মাতার কাছে এরচেয়ে বড় সুখের খবর আর কী হতে পারে।

২য় সপ্তাহে এসে ‘ঢাকা অ্যাটাক-এর দর্শক চাহিদা দেখে অবাক এবং অভিভূত হয়েছেন ছবিটির মূল ভাবনা ও কাহিনিকার সানী ছানোয়ার। তিনি জানিয়েছেন, ‘২য় সপ্তাহে এসে ‘ঢাকা অ্যাটাক’-এর দর্শক চাহিদা দেখে অবাক এবং অভিভূত হচ্ছি। আমাদের প্রত্যাশা পূরন হয়েছে। সবাই সিনেমাটিকে পছন্দ করে ফেললেন। ফেসবুকের কল্যাণে জানতে পারছি যে, ছোটবড় অসংখ্য গ্রুপ তৈরি করে মানুষ উৎসবের মত সিনেমা হলগুলোতে ভীড় জমাচ্ছে। অনেকেই একাধিকবারও নাকি দেখছে। আর এভাবেই অতিরিক্ত একটি ঈদের আমেজ পেয়ে হল মালিকরাও বেশ খুশী।’ 

‘ঢাকা অ্যাটাক’কে বলা হচ্ছে দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার। বোমা নিষ্ক্রিয় ইউনিটের সদস্য, পুলিশ কমিশনার, সোয়াট ও গোয়েন্দা কর্মকর্তা, সাংবাদিক সব ধরনের চরিত্রই আছে ছবিটিতে। অ্যাকশন দৃশ্যে ব্যবহার করা হয়েছে পুলিশের ব্যবহৃত ৪৫ পাউন্ড ওজনের বোমা স্কোয়াডের বিশেষ পোশাক ও পাঁচ কিলোগ্রাম ওজনের হেলমেট।
 
পরিচালক দীপংকর দীপন দেড় যুগ ধরে নাটক ও ডকুমেন্টারি নির্মাণ করে হাত পাকিয়েছেন। ‘ঢাকা অ্যাটাক’ তার প্রথম ছবি। একদল চৌকস পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযান নিয়ে সাজানো হয়েছে এটি।

এ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, সৈয়দ হাসান ইমাম, শিপন মিত্র। খলচরিত্রে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি তাসকিন রহমান।

ছবিটির মূল ভাবনা ও কাহিনি রচনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী ছানোয়ার। ‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লি. ও থ্রি-হুইলারস লি.।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!