• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তরে মেয়র নির্বাচনের সিদ্ধান্তের অপেক্ষা


নিজস্ব প্রতিবেদক  ডিসেম্বর ১৭, ২০১৭, ১০:১৪ এএম
ঢাকা উত্তরে মেয়র নির্বাচনের সিদ্ধান্তের অপেক্ষা

ফাইল ছবি

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির কার্যসূচি অনুযায়ি রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ জন্য কার্যপত্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

বৈঠকে ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের পাশাপাশি দক্ষিণেও সম্প্রসারিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) যুক্ত নতুন ওয়ার্ডগুলোর সীমানা ইতোমধ্যে পুনর্বিন্যস্ত করা হয়েছে। এছাড়া এসব ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদের সব তথ্যও প্রস্তুত রাখা হয়েছে।

গত ৩০ নভেম্বর আনিসুল হক মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ওই পদে উপ-নির্বাচন আয়োজন করতে হবে ইসিকে।

প্রসঙ্গত, চলতি বছর দুই সিটি করপোরেশনে ৩৬টি ওয়ার্ড বাড়িয়ে সীমানা নির্ধারণ করে স্থানীয় সরকার বিভাগ নতুন এ বিষয়ে গেজেট জারি করে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!