• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা ও গাজীপুরে বিজিবি মোতায়েন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০১৬, ০৭:২১ পিএম
ঢাকা ও গাজীপুরে বিজিবি মোতায়েন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের আগে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ঢাকা ও গাজীপুরে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

এছাড়া গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও এর আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 

আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সন্ধ্যার পরপরই রাজধানীতে ছয় প্লাটুন এবং গাজীপুর জেলা প্রশাসনের চাহিদা মোতাবেক সেখানে চার প্লাটুন বিজিবি পাঠানো হয়েছে বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা শনিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে কাশিমপুর কারাগারের চারপাশে এবং কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। সেই সঙ্গে অন্যান্য আসামির স্বজন ও দর্শনার্থীদের ভেতরে ঢোকার ব্যাপারে বাড়তি তল্লাশি এবং কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!