• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
নিরাপত্তার অজুহাত ভারতের

ঢাকা-কলকাতার মৈত্রী এক্সপ্রেস বন্ধ!


নিউজ ডেস্ক জুলাই ৬, ২০১৬, ১১:৪৮ এএম
ঢাকা-কলকাতার মৈত্রী এক্সপ্রেস বন্ধ!

গুলশান ট্র্যাজেডির পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী একমাত্র ট্রেন সার্ভিস মৈত্রী এক্সপ্রেস-এর চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

দুই দেশের মধ্যে সপ্তাহে ছয়দিন চলাচল করে এই ট্রেনটি। মলবার (৬ জুলাই) সংবাদসংস্থা এএনআই এক প্রতিবেদন এ কথা জানিয়েছে।

মৈত্রী এক্সপ্রেসই হল ভারতের মাটি থেকে ছাড়া একমাত্র আন্তর্জাতিক ট্রেন, যেটি সরাসরি অন্য রাষ্ট্রে গিয়ে পৌঁছায়। ২০০৮ সালের এপ্রিল-এ যাত্রা শুরুর পর থেকেই এই ট্রেনটি কলকাতা (চিৎপুর) স্টেশন থেকে ছেড়ে সোজা চলে যায় বাংলাদেশের রাজধানী ঢাকায়। কলকাতা থেকে ঢাকা পর্যন্ত এর যাত্রাপথ প্রায় ৩৭৫ কিলোমিটার।

ঢাকায় পৌঁছাতে সময় লাগে ১০ থেকে ১১ ঘণ্টা। অভিবাসন পরীক্ষার জন্য ভারতের গেদে এবং বাংলাদেশের দর্শনাতে একমাত্র এই ট্রেনটি দাঁড়ায়। ভারতীয় সীমানায় মৈত্রী এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে পূর্ব রেল।

ভারতের দিল্লি থেকে পাকিস্তানের লাহোরের মধ্যে সমঝোতা এক্সপ্রেস চলাচল করলেও ওই ট্রেনের যাত্রীদের পাঞ্জাবের আত্তারি স্টেশনে নেমে পাকিস্তানে যাওয়ার সময় ট্রেন বদলাতে হয়। সেদিক দিয়ে মৈত্রী এক্সপ্রেসের একটা আলাদা গুরুত্ব আছে। স্বাভাবিক ভাবেই জঙ্গিদেরও সফট টার্গেট এই মৈত্রী এক্সপ্রেস।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

 

Wordbridge School
Link copied!