• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-কুমিল্লা হয়ে রংপুরে মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২৩, ২০১৭, ০৬:১৫ পিএম
ঢাকা-কুমিল্লা হয়ে রংপুরে মাশরাফি

ঢাকা: বেশ কিছুদিন হলো গুঞ্জন চলছিল মাশরাফি বিন মুর্তজা রংপুর রাইডার্সে নাম লেখাচ্ছেন। শেষ অবধি হলোও তাই। রংপুরের সঙ্গে রোববার চুক্তি করে ফেলেছেন নড়াইল এক্সপ্রেস। ফলে গত দু’মৌসুম ধরে খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে মাশরাফির সম্পর্ক ছিন্ন হলো। প্রথমবার দায়িত্ব নিয়েই বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক কুমিল্লাকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। কিন্তু গেলবার তার দল খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। দল নিয়ে তিনি সন্তুষ্ট হতে পারেননি। ফলে টুর্নামেন্টের মাঝপথে মাশরাফির হোটেল ছাড়ার ঘটনাও ঘটেছে।

সব মিলিয়ে এবার কুমিল্লা ফ্রাঞ্চাইজি মাশরাফিকে ছেড়ে দিয়েছে। নড়াইল এক্সপ্রেসও সেখানে থাকতে চাননি। নতুন ঠিকানা রংপুরে যাচ্ছেন এই কথা ক’দিন আগেই চাউর হয়েছিল। রোববার আনুষ্ঠানিকভাবে মাশরাফির সঙ্গে চুক্তি স্বাক্ষর করল রংপুরের ফ্রাঞ্চাইজি। বসুন্ধরার ইস্টওয়েস্ট মিডিয়া কনফারেন্স হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রংপুরের পক্ষে ছিলেন দলটির মালিক সোহানা স্পোর্টসের এমডি সাফওয়ান সোবহান, রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।

চুক্তি স্বাক্ষর শেষে মাশরাফি বলেন, ‘আশা করি রংপুর রাইডার্স ভালো দল হবে। দারুণ কিছু পরিকল্পনা করে দলটি এগোচ্ছে। টিম ম্যানেজমেন্ট ভালো। দেরিতে দল গড়া শুরু করলেও আশা করি দুর্দান্ত দল গঠন করতে পারবে। কোচিং স্টাফরাও দারুণ। বিশ্বের অন্যতম সেরা কোচকে (টম মুডি) নিয়ে আসছে তারা। সঙ্গে কোচিং স্টাফদের মধ্যে রয়েছেন স্থানীয় নাজমুল আবেদিন ফাহিম ভাই। রফিক ভাই রয়েছেন মেন্টর হিসেবে।’

এরই মধ্যে রংপুর কথাবার্তা সেরে নিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বিজ্ঞাপণ ক্রিস গেইলের সঙ্গে। এই দলেই খেলবেন লঙ্কান থিসারা পেরারা এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। সবমিলিয়ে মাশরাফির মনে হচ্ছে, ভারসাম্যপূর্ণ একটি দলই গড়তে যাচ্ছে রংপুর, ‘খুবই ভারসাম্যপূর্ণ একটি দল রংপুর। প্রত্যাশাটা তাই আমাদের অনেক বেশি। প্রতিটি ম্যাচই চেষ্টা করব ভালো খেলার।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!