• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন, বিপাকে যাত্রী


মুন্সীগঞ্জ প্রতিনিধি আগস্ট ২৩, ২০১৭, ০৪:৪৮ পিএম
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন, বিপাকে যাত্রী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গজারিয়ায় দীর্ঘ যানজটে কবলে পড়েছে যানবাহন। এর ফলে ধীর গতিতে চলছে গাড়ি। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে মেঘনা সেতুতে চারটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর থেকেই যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে।

বুধবার (২৪ আগষ্ট) দুপুর ১২টার দিকে বিকল হয়ে যাওয়া ট্রাকগুলো সরাতে সক্ষম হলেও কমেনি যানবাহনের দীর্ঘ লাইন।  

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুর রহমান মজুমদার জানান, মঙ্গলবার (২২ আগস্ট) রাতে মেঘনা সেতুতে চারটি পণ্যবাহি ট্রাক উঠতে গিয়ে বিকল হয়ে যায়। এর পর থেকেই ঢাকা-চট্রাগ্রাম মহাসড়কে গজারিয়া অংশে সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

এছাড়া ঈদকে সামনে রেখে এসব ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা শুরুর আগেই মালামাল আনা নেয়া চলেছে, এতে চাপ বৃদ্ধি পয়েছে। এখন ১৩ কিমি মহাসড়কে যানবাহন চললেও ধীর গতি নিয়ে চলাচল করছে বলেও জানান তিনি।

ভুক্তভোগী যাত্রী সাত্তার হোসেন জানান, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। ঈদের ছুটি শুরু হওয়ার আগেই গন্তব্য পৌঁছাতে বাড়তি সময় লাগায় বিপাকে পড়েছেন যাত্রীরা। এছাড়া ধারণ ক্ষমতার অধিক পণ্য নিয়ে সেতুতে উঠতে গিয়ে বিকল হয়ে যাওয়ায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!