• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট


মুন্সিগঞ্জ প্রতিনিধি জুন ২১, ২০১৭, ০২:২৮ পিএম
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জ: ঈদের ছুটি শুরুর আগেই মহাসড়কগুলোতে শুরু হয়েছে যানজট। ফলে ভোগান্তি পোহাচ্ছে ঘরমুখো মানুষ। ইতোমধ্যে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ঢাকা চট্রগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল ৭টা থেকে শুরু হয় এ যানজট। রোজা রেখে দীর্ঘ যানজটে অপেক্ষা করা এবং গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগায় ক্ষোভ প্রকাশ করেছে অনেক যাত্রী।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাশেম আলী মুন্সী জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে গজারিয়া অংশের ঢাকা চট্রগ্রাম মহাসড়কে। বুধবার সকালে মেঘনা সেতুর উপরে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে যায়। ফলে ঢাকামুখী ও কুমিল্লাগামি যানবাহনগুলো দীর্ঘ যানজটে আটকে যায়। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সাড়ি বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে রেকার এনে ট্রাকটি সরিয়ে নেয়া হলেও যানজট কমেনি। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলে জানান তিনি।

কুমিল্লাগামী যাত্রী শাহদাত হোসেন জানান, সকাল থেকে দীর্ঘ যানজটে আটকা পড়ে আছি। অফিস যাত্রীদের যানজটের কারণে নির্দিষ্ট সময়ে পেরিয়ে গেছে। ঈদের আগেই মহাসড়কগুলোতে তীব্র যানজট। রোজা রেখে ভোগান্তি পোহাতে হচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!