• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল সড়কে ৩০ কিমি যানজট


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৫, ২০১৭, ১০:৩১ এএম
ঢাকা-টাঙ্গাইল সড়কে ৩০ কিমি যানজট

ঢাকা: ট্রাক বিকল হয়ে পড়ে থাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক এস এম শহীদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলার এলেঙ্গায় একটি আলুবোঝাই ট্রাক বিকল হওয়ায় রসুলপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারে এই জট সৃষ্টি হয়।

সড়কটিতে চার লেইনের কাজ চলায় রসুলপুর থেকে এলেঙ্গা পর্যন্ত আট কিলোমিটার সড়কে বড় বড় গর্তের কারণে এমনিতেই যানবাহনের ধীরগতি থাকে সব সময়। তার ওপর সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত গাড়ির চাপ বেশি থাকায় গাড়ি চলে ধীরগতিতে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকেও কোথাও কোথাও জট দেখা গেছে, আর কোথাও কোথাও ধীরগতি দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে। পরিদর্শক শহীদুর বলেন, ভাঙা রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপের পাশাপাশি গভীর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গার জালদহ সেতুর কাছে আলুবোঝাই ট্রাক বিকল হওয়ায় এই জট তৈরি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!