• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকা বারে ভোট গণনায় মারামারি


নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০১৮, ১০:১৫ এএম
ঢাকা বারে ভোট গণনায় মারামারি

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির (বার) নির্বাচনের ভোট গণনায় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে প্রধান নির্বাচন কমিশনার খন্দকার আব্দুল মান্নান এবং সাদা প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুর রহমান হাওলাদার আহত হয়েছেন। পরে ভোট গণনা স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (১ মার্চ) রাত ১১টার দিকে পুরান ঢাকায় আইনজীবী সমিতির ভবনে এ ঘটনা ঘটে।

নির্বাচন কমিশনের সদস্য জুয়েল আহমেদ সিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বহিরাগত কিছু যুবক ভোট গণনা কক্ষে ঢুকতে চাইলে নির্বাচন কমিশনের সদস্যসহ আওয়ামীপন্থী আইনজীবীরা তাদের বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র কথা কাটাকাটির জের ধরে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়। এতে ভোট গণনা বন্ধ করে দেয়া হয়।’

শুক্রবার (০২ মার্চ) ভোট গণনা করা হবে বলেও তিনি জানান।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!