• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ কর্মীকে বহিষ্কার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০১৭, ০৯:১৬ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ কর্মীকে বহিষ্কার

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের ১৮ কর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ। এছাড়া আরো একজনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করেছে ক্ষমতাসীন দলের এ ছাত্র সংগঠনটি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৬ এপ্রিল হলের ভেতরে নিজেদের মধ্যে মারামারিতে জড়ানোর দায়ে স্যার এ এফ রহমান হলের ছয়কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এছাড়া একই হলের আরো পাঁচকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৩ এপ্রিল হল ক্যান্টিনে ভাঙচুরে জড়িত ছিলেন তারা।

এদিকে সলিমুল্লাহ মুসলিম হলে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ানোর ঘটনায় সাময়িক বহিষ্কার করা হয় ওই হলের সাত ছাত্রলীগ কর্মীকে। একই ঘটনায় বিজয় একাত্তর হলের এক কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে ছাত্রলীগের ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!