• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-রোম ফ্লাইট ফের চালু


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ১২, ২০১৮, ০৮:০৩ পিএম
ঢাকা-রোম ফ্লাইট ফের চালু

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম(ইতালি) ফ্লাইট আবারও চালু হচ্ছে। এছাড়া ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বন্ধের ব্যবস্থা নেয়া হবে।

১১ ফেব্রুয়ারি ইতালির মিলানের লোম্বার্দিয়া আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা। পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ শিপন।

শাহজাহান কামাল বলেন, ইতালি প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিকে নানাভাবে সমৃদ্ধ করছে। তাদের সুযোগ-সুবিধার বিষয়কে প্রাধান্য দিবে সরকার।

উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিলে বন্ধ হয়ে যায় ৩৪ বছর ধরে চলা ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!