• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ


হবিগঞ্জ প্রতিনিধি আগস্ট ২২, ২০১৬, ০৩:১৫ পিএম
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। আজ সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে মহাসড়কের হাফিজপুরে ব্যারিকেট দেয় হবিগঞ্জ জেলা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাক মোঃ শাহজাহান জানান, সোমবার সকালে বাহুবল থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে একটি ট্রাককে ওই স্থানে আটক করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এক সার্জেন্ট সত্যরঞ্জন। এ সময় ট্রাক চালকের কাছে ৫০০ টাকা দাবি করে সার্জেন্ট। চালক টাকা না দেওয়ায় তাকে মারধর করে। হাইওয়ে পুলিশ প্রায়ই টাকা না দিলে বিভিন্ন হয়রানি করে। হাইওয়ে থানার এসব কর্মকান্ডে প্রতিবাদে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে।

habigong

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, হবিগঞ্জের কয়েকটি ট্রাকের কাগজপত্র সঠিক না পেয়ে সাজেন্ট সত্যরঞ্জন মামলা দায়ের করেন। এ সময় চালকরা হবিগঞ্জের কোন গাড়ীকে মামলা দিতে সাজেন্টকে নিষেধ করে। এ নিয়ে শ্রমিকেরা সাজেন্ট সাথে বাক-বিতন্ডায় লিপ্ত হয়। এরপরই তারা মহাসড়ক অবরোধ করে। 

অবরোধে মহাসড়কের দুই পাশে কয়েকশত যানবাহন আটকা পড়ে। যাত্রীরা চরম দূভোর্গে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছে। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!