• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা স্টেট কলেজের রজতজয়ন্তী উৎযাপিত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০১৮, ০৯:১৯ পিএম
ঢাকা স্টেট কলেজের রজতজয়ন্তী উৎযাপিত

ঢাকা: ঢাকা স্টেট কলেজের রজতজয়ন্তী উৎযাপিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে অবস্থিত শহীদ পার্ক মাঠে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রজতজয়ন্তী পালন করা হয়। কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় অনুষ্ঠানস্থল মিলনমেলার পরিণত হয়। 

সকাল সাড়ে ৭টায় শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়। শোভাযাত্রায় বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এরপর সকাল ১০টায় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। 

দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক এমপি, সমকাল সম্পাদক গোলাম সারওয়ারসহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্টেট কলেজের পরিচালনা পর্যদের সভাপতি মো. আনছার আলী খান। 

গুণগত শিক্ষার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী ২৫ বছর সাফল্যের সঙ্গে কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অতিথিদের বক্তব্য ছাড়াও ছিল ক্রেস্ট প্রদান, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!