• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকাসহ কয়েক জায়গায় বজ্রবৃষ্টির শঙ্কা


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০১৭, ০৭:০২ পিএম
ঢাকাসহ কয়েক জায়গায় বজ্রবৃষ্টির শঙ্কা

ঢাকা: রাজধানী ঢাকার কিছু অংশে ও কয়েকটি বিভাগীয় শহর এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টি হতেপারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলে জানানো হয়েছে।

সাগরে লঘুচাপের কারণে আগামী ৩ দিন আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে। নইলে একই অবস্থা বিরাজ করবে বলে মনে করে আবহাওয়া অফিস।

শুক্রবার (৩১ মার্চ) আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার কয়েকটি এলাকাসহ সারাদেশের মধ্যে ময়মনসিংহ, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রাম জেলার রাজারহাটে ২১.০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩. ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ঢাকায়।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!