• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় আনা হলো আহত পাঁচ সেনা সদস্যকে


নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০১৭, ০৯:০৩ পিএম
ঢাকায় আনা হলো আহত পাঁচ সেনা সদস্যকে

ঢাকা: রাঙামাটিতে পাহাড় ধসে নিহতদের উদ্ধার তৎপরতায় অংশ নিতে গিয়ে গুরুতর আহত পাঁচ সেনা সদস্যকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আশঙ্কাজনক পাঁচ সেনা সদস্য হলেন- সৈনিক আজমল, মামুন, ফিরোজ, মোজাম্মেল ও সেলিম। বাকিরা মানিকছড়ি রিজিয়ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) সকালে রাঙামাটিতে প্রবল বর্ষণে পাহাড় ধসে নিহতদের উদ্ধার তৎপরতায় অংশ নিতে গিয়ে ২ সেনা কর্মকর্তাসহ মোট ৪ জন সেনা সদস্য নিহত হন। আহত হয় আরও প্রায় ১০ সেনা। এ ঘটনায় আরো এক সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!