• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাবি ছাত্রীকে উত্যক্ত করায় ইভটিজারকে গণধোলাই


ঢাবি প্রতিনিধি নভেম্বর ৭, ২০১৭, ১২:৫০ এএম
ঢাবি ছাত্রীকে উত্যক্ত করায় ইভটিজারকে গণধোলাই

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে উত্যক্ত করায় বহিরাগত এক ইভটিজারকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদের এক ছাত্রীকে অনেকদিন ধরে বিরক্ত করে আসছিল ওই যুবক। এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে সে ওই ছাত্রীর পিছু নিয়ে সামাজিক বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলা পর্যন্ত যায়। পরবর্তীতে ওই ছাত্রী নিচে নেমে এসে ভবনের সামনে উপস্থিত তার বন্ধুদের জানায়। পরে তার বন্ধুরাসহ আরো কয়েকজন ছাতর মিলে ওই যুবককে ধরে গণধোলাই দেয়।

গণধোলাইয়ের পর ওই যুবককে প্রক্টরের কাছে নিয়ে যায় সাধারণ ছাত্ররা। পরে প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ওই যুবককে শাহবাগ থানা পুলিশের সোপর্দ করেন।

গণধোলাইয়ের স্বীকার যুবকের নাম জাহিদুর রহমান। সে এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র এবং তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।

বিষয়টি জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানীর সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শাহবাগ থানার এসআই সাহেব আলী জানান, সে বর্তমানে থানায় রয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!