• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ছাত্রদলের মিছিল চেষ্টা, আটক ৩


ঢাবি প্রতিনিধি সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৬:৫৩ পিএম
ঢাবিতে ছাত্রদলের মিছিল চেষ্টা, আটক ৩

প্রতীকী ছবি

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানান দিতে মিছিল দেয়ার চেষ্টাকালে ছাত্রলীগের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ত্যাগ করে ছাত্রদল।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা শুরুর আগে থেকেই শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা ২৫-৩০ জন একত্রিত হয়ে সেখানে মহড়া দেয়ার চেষ্টা করে। এসময় আর্থ এন্ড এনভায়রনমেন্ট অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের ৮-১০ কর্মী তাদের ধাওয়া দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে ৩ জনকে আটক করে।

আটক ছাত্রদল নেতাকর্মীরা হলেন, ঢাবি ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি রুবেল, সদস্য বিপু পাটোয়ারী এবং অমর একুশে হল ছাত্রদলের সদস্য আখতারুজ্জামান বাপ্পী। আটকদের শাহবাগ থানায় রাখা হয়েছে।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রদল সভাপতি মেহেদী আল মারুফ বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ছাত্রদল কর্মীরা পরীক্ষার্থীদের ফুল এবং কলম দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছিল। কিন্তু পুলিশ এসে অতর্কিতভাবে হামলা করে এবং ৩ জনকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সকে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

আটক ছাত্রদল নেতাকর্মীদের বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কয়েকবার ফোন দেয়া হলে তিনি কেটে দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!