• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ‘দিলীপ দাস গুপ্ত অ্যান্ড প্রমিতা দাস গুপ্ত’ নামে চেয়ার


নিউজ ডেস্ক নভেম্বর ২৯, ২০১৬, ০৫:৩৩ পিএম
ঢাবিতে ‘দিলীপ দাস গুপ্ত অ্যান্ড প্রমিতা দাস গুপ্ত’ নামে চেয়ার

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর ১০ হাজার টাকা বৃত্তি এবং স্বর্ণপদক প্রদানের জন্য বিভাগটিতে একটি চেয়ার স্থাপনে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছেন দিলীপ দাস গুপ্ত এবং প্রমিতা দাস গুপ্ত দম্পতি।

‘দিলীপ দাস গুপ্ত অ্যান্ড প্রমিতা দাস গুপ্ত’ নামে ওই চেয়ারটি স্থাপন করা হবে এবং স্বর্ণপদকটিও তাদের নামেই দেয়া হবে। সোমবার (২৮ নভেম্বর) নিজ দপ্তরে অনুদানের চেক গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. কামাল উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. ইনামুজ্জামান, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক আবু তালেব, বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক শিবলি, প্রখ্যাত শিল্পী সাবিহ উল আলম এবং সিনিয়র সাংবাদিক মেসবাহউদ্দিন জঙ্গি চৌধুরী ও মিসেস রুবাইয়াত উল ইসলাম।

চট্টগ্রামের প্রখ্যাত সমাজকর্মী দিলীপ দাস গুপ্ত সিলন ব্যাংক বাংলাদেশের জ্যৈষ্ঠ মহাব্যবস্থাপক। সংবাদ বিজ্ঞপ্তি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!